কুষ্টিয়া দৌলতপুর আগামী ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে পাল্লা দিয়ে বেড়েই চলেছে সহিংসতা।
এলাবাসী জানান, শনিবার সকাল অনুমানিক ১০ টার সময় মথুরাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা নাড়ু হাজী তার নিজ বাড়ি সংলগ্ন বাজার এলাকাতে তার ছেলে কে নিয়ে পোস্টার লাগাতে আসে। এমত সময় নৌকা প্রতীকের সমর্থক ও তার ছেলেরা নাড়ু হাজীর উপর অতর্কিত হামলা চালায়। নাড়ু হাজী গুরুতত্ব আহতে হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে নাড়ু হাজী জানান, সকালে আমি আমার ছেলেকে নিয়ে পোস্টা লাগায় হোসেনাবাদ বাজার এলাকাতে আমি কিছু বুঝে উঠার আগে হাসু চেয়ারম্যান এর ছেলে সহ তার সন্ত্রাসীরা আমাকে মারধর করে। এ সময আমার দুটি মটোরসাইকেল ভাংচুর করে তারা। এ বিষয়ে আমি থানায় একটি লিখিত এজাহার করেছি। তবে আমাকে মেরে আবার আমার নামে থানায় এজাহার দিয়েছে।
মথুরাপুর ইউনিয়ন চেয়ারম্যান এর ছেলে আব্দুল খালেক জানান, আমাদের পাড়াতে নাড়ু হাজী ভোট চাইতে আসলে এলাকাবাসী ভোট চাইতে বাঁধা দেয়। হাজী চলে গিয়ে আমার ভাইকে মারতে যায় তাই আমার লোকজন তাদের হালকা পাতলা মারধর করেছে।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১
protidinerkushtia.com | editor