নিজস্ব প্রতিনিধি
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করারন প্রতিবাদে বাংলাদেশ আহলে হাদিস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা করেছে।
শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহলে হাদিস মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি অধ্যাপক নুরুল ইসলাম, আহলেহাদীছ যুব সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাদ আহমেদ, হাফেজ আসাদুজ্জামান, মনসুর রহমান প্রমূখ
মানববন্ধনে আহলে হাদিস বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হয়ে প্রতিবাদ জানান, এ সময় বক্তারা ফ্রান্সের পণ্য বয়কট করার আহবান জানান।
Posted ২:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)