কুষ্টিয়ার দৌলতপুর বাসীসহ দেশের ও প্রবাসের সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। বিজয়ের মাসে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধের অকুতোভয় বীর শহীদদের,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও ২ লক্ষ বীরাঙ্গনাদের।
মহান বিজয় দিবসের বার্তায় সকলকে মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে; যার নেতৃত্বে বাঙালি জাতি তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করতে সক্ষম হয়েছিল।
ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ৭১ এর পাকিস্তানি প্রেতাত্মারা আবারো দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে,তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহবান জানাচ্ছি।
স্বাধীনতা সংগ্রামের অমর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সকল সহায়ক শক্তির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
১৬ ডিসেম্বর আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদেশের দামাল ছেলেরা হানাদার বাহিনীকে পরাজিত করে ছিনিয়ে এনেছিলো স্বাধীনতার সূর্য। যাদের আত্মত্যাগের আমরা পেয়েছি স্বাধীন ভূমি তাদের আত্মার শান্তি কামনা করছি।
শুভেচ্ছান্তে-
ইঞ্জিনিয়ার মোঃ সাকীল খান
প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি
Posted ৫:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor