প্রিয়জনের কাছে কমই যাচ্ছে মানুষ। বাস, রেল, লঞ্চে ঘরমুখী মানুষের চেনা সেই জনস্রোত নেই। ঈদগাহে জামাত হচ্ছে না।
কোরবানির হাটেও ভিড়ভাট্টা কম। মহামারির এই কালে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হচ্ছে।
এমনি ভিন্ন আবহে কাল শনিবার ১০ জিলহজ উদ্যাপিত হতে যাচ্ছে ঈদুল আজহা। আমাদের দেশে এই ঈদ কোরবানির ঈদ নামেই পরিচিত।
ঈদুল আজহা আসে আত্মত্যাগের মহিমা নিয়ে। আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক নর-নারীর জন্য এই ঈদে পশু কোরবানি করা ওয়াজিব।
আমাদের দেশে গরু ও ছাগলই কোরবানি করা হয় বেশি। অল্প কিছু মহিষ, ভেড়া, উট-দুম্বাও কোরবানি করা হয়। ধর্মীয় বিধান অনুসারে ঈদের দুই দিন পর অর্থাৎ ১১ ও ১২ জিলহজ তারিখেও কোরবানি করা যায়।
Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)