মাদক থেকে বাঁচতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই – শাহ নেওয়াজ টিটু
দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দী এলাকায় কিশোর যুবকদের খেলাধুলার জন্য ২ টি ফুটবল বিতরণ করেছে পিচ এন্ড স্মাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহ নেওয়াজ টিটু । বৃহস্পতিবার (৮ জুলাই ) রিফাইতপুর ইউনিয়নে ফুটবলপ্রেমী যুবকদের মাঝে এ বলগুলো বিতরণ করেন পিচ এন্ড স্মাইলের পরিচালক মোঃ শাহীন আলম।
শাহ নেওয়াজ টিটু বলেন- খেলাধুলা মনকে সতেজ রাখে, খেলাধুলা করলে মানুষ মাদক ও নেশা জতীয় দ্রব্য থেকে দূরে থাকে তাই সকলেরই মাঠে গিয়ে খেলাধুলা করা উচিৎ।
পাশাপাশি মাদক এবং নেশাজাতীয় দ্রব্য থেকে সবাইকে দূরে রাখার জন্য যুবসমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
যুবকদের মাঝে ফুটবল বিতরণকালে পিচ এন্ড স্মাইলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.শাহ নেওয়াজ টিটু বলেন, খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। খেলোধুলা করলে যুবকরা বিপথে পরিচালিত হয়না। মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। এসময় ফুটবল পেয়ে তরুণ যুবকরা অনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ৬:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor