বুধবার | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মানিকগঞ্জে অদ্ভুত মানব: এক ঘুমে কাটিয়ে দেন ৭ দিন, সাবাড় করেন ১০ জনের খাবার

বার্তা কহ্ম

মানিকগঞ্জে অদ্ভুত মানব: এক ঘুমে কাটিয়ে দেন ৭ দিন, সাবাড় করেন ১০ জনের খাবার

মানিকগঞ্জে এক অদ্ভুত মানবের সন্ধান । যিনি এক ঘুমে কাটিয়ে দিতে পারেন সাতদিন; সাবাড় করতে পারেন ১০ জনের খাবার। তিনি দুই-তিন দিন ঘুমিয়ে থাকেন টয়লেটে। গোসলেও লাগে দীর্ঘ সময়।


এই অদ্ভুত মানবের নাম ভম্বল শীল। তার এই অস্বাভাবিক জীবন-যাপন চলছে ২০ বছর ধরে। চিকিৎসকরা বলছেন, এটি একটি জটিল মানসিক রোগ। চিকিৎসায় এই রোগ থেকে সুস্থ করা সম্ভব।

চলাফেরা আর কথা-বার্তা শুনে বোঝার কোনো উপায় নেই, আর দশজন মানুষের মতো স্বাভাবিক নয় ভম্বল শীল। কিন্তু তার জীবন-যাপন বড়ই অদ্ভুত।

জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার কৃঞ্চপুর গ্রামের ভম্বল শীলের বেশিরভাগ সময়ই কাটে ঘুমিয়ে। এক ঘুমে কাটিয়ে দেন পুরো সপ্তাহ। মাঝেমধ্যে উঠে টয়লেটে যান। তবে সেখানে গিয়েও ঘুমান। গোসলেও লাগে দীর্ঘ সময়। একবার পুকুরে নামলে সকাল পেরিয়ে বিকাল হয়। প্রায় ২০ বছর ধরে এমন অস্বাভাবিক জীবন-যাপন ভম্বলের।


 

জীর্ণশীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার। ভম্বলকে তাই ঠিকমতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল তার খাওয়া হয় পেটভরে।


পরিবারের লোকজন জানান, পনের বছর বয়স পর্যন্ত স্বাভাবিক-ই ছিলেন ভম্বল। ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে আচরণে। তবে অর্থাভাবে তার সুচিকিৎসা করা হয়নি।

চিকিৎসকরা বলছেন, ভম্বল জটিল মানসিক রোগে আক্রান্ত। দ্রুত চিকিৎসা করালে তিনি সুস্থ হয়ে উঠবেন।

Facebook Comments Box

Posted ৫:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!