কোভিট-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, কয়েকদিন আগে মন্ত্রী পরিষদের এক বৈঠকে সারাদেশের মাঠ প্রশাসনকে নির্দেশনা দেন, মাস্ক ব্যবহারে নিশ্চিত করতে হবে। মন্ত্রী পরিষদে এমন নির্দেশনা দেওয়া হয় যারা মাস্ক ব্যবহার করছে না প্রয়োজনে জরিমানা করতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। ১৯ আগস্টে কুষ্টিয়ার পৌর এলাকা সহ হাটশ হরিপুর ইউনিয়নের ১৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৮০০ টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক ব্যবহার করুন সুস্থ্য থাকুন, মাস্ক ছাড়া বাহিরে ঘোরাঘুরি করবেন না। কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাস্ক পরিধান করুন। নিরাপদ থাকুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিদিন অভিযান পরিচালনা করছেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
উল্লেখ্য, কোভিট-১৯ নিয়ন্ত্রনে সরকারের নির্দেশনা মোতাবেক জনসাধারণকে নিরাপদে রাখতে মাস্ক ব্যবহার নিশ্চিত করনে উপজেলা প্রশাসন কাজ করছে। যাদের মাস্ক নেই তাদেরকে জরিমানা করলে পাশের অন্যজন সতর্ক হয়ে যাবে। সকলে মাস্ক ব্যবহার করলে দ্রুত করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন ইউএনও জুবায়ের চৌধুরী। সরকার ১৬ কোটি মানুষকে নিরাপদে রাখতে বিভিন্নভাবে কাজ করছে। সরকারি নির্দেশনা বিধি নিষেধ মেনে চলুন সুস্থ্য থাকুন।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor