কুষ্টিয়ার মিরপুরের আমলা বাজারের তিনটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে তিন ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ব্যবসায়ীরা।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার সময় আমলা বাজারের একটি ইলেক্ট্রনিকস দোকানে অগ্নিকান্ডে ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাত রাত সাড়ে ১১টার দিকে আমলা বাজারের শহিদুল ইসলামের ইলেক্ট্রনিকস এর দোকানে আগুনের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে সে আগুন পাশের মোনোে য়ম হোসেনের দোকান (সাইকেল র্পাস) এবং আশাদুল হকের দোকান (মোটর সাইকেল গ্যারেজ) এ আগুন ছড়িয়ে পড়ে। এসময় মিরপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, কিভাবে আগুন লেগেছে তা বুঝতে পারিনি। দোকান বন্ধ করে বাড়ীতে চলে গিয়েছিলাম। এর মধ্যে খবর আসে দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই। দোকানে অগ্নিকান্ডে প্রায় ৯ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মোনায়েম হোসেন বলেন, সাইকেল ও পাখি ভ্যানের প্রায় ৬ লাখ টাকার মতো নতুন ও পুরাতন র্পাস ছিলো। সেগুলো পুড়ে গেছে।
মিরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রুহুল আমিন জানান, অগ্নিকান্ডের কারণ সঠিক ভাবে জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিটের কারণে এমন ঘটনা ঘটতে পারে। ক্ষয়-ক্ষতির পরিমান সঠিক ভাবে বলা যাচ্ছে না।
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
কামারুল আরেফিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা ক্ষতিয়ে দেখছেন।
Posted ৫:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor