সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
করোনা আক্রান্ত হয়ে এযাবৎ কুষ্টিয়ার মিরপুর উপজেলাতে চারজন ব্যাক্তি মারা গেছেন। গতকাল ফুলবাড়িয়া ইউনিয়নের হাজীর মোড় নামক এলাকার বাসিন্দা আব্দুর রশীদ (৬৫) মৃত্যু হয়।
মিরপুরের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে, বুধবার সকালে জেলার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের হাজীর মোড় নামক এলাকার বাসিন্দা নিজস্ব পারিবারিক কবরস্থানে ওই ব্যক্তিকে দাফন করা হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, ফুলবাড়িয়া ইউনিয়নের হাজীর মোড় নামক এলাকার এক ব্যক্তি গত ১৮ ই আগষ্ট করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়।
সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হলে তার দেহে করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তি কুর্মিটোলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় মারা যান।
পরে, মিরপুর উপজেলা প্রশাসনের নির্দেশে বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা লিংক বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে মৃত ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন করা হয়।
Posted ৫:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor