সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর পুরাতন বাসষ্ট্যাণ্ড বাজারের বিউটি সুপার মার্কেটের রুনা গার্মেন্টসের মালিক শরিফুল ইসলাম বাবু (৩০) রহস্যজনক নিখোঁজের ৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ ।
পরে বাবুকে মিরপুর থানায় আনা হয়। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিখোঁজ নয় বিভিন্ন ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিল বলে স্বীকার করেছে।
আজ সোমবার ভোরে লালন শাহ সেঁতু এলাকার একটি পরিবহন থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
পরে বাবুকে মিরপুর থানায় আনা হলে । থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিখোঁজ নয় ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিল বলে স্বীকার করেছে।
পরে বাবুকে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে ১৮২ ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ২:২৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor