কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা-পোড়াদহের মাঝামাঝি কাটদহচর গ্রামে উল্টো লাইনের ট্রেনে কাটা পড়ে সলে খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আলেয়া (১২) ও সাহেদা খাতুন (৬০) নামের আরও দু’জন গুরুত্বর আহত হয়েছে।
নিহত সলে খাতুন কাটদহচর (পাখা পাড়া) গ্রামের মৃত সুজা উদ্দিনের স্ত্রী। আহত আলেয়া ও সাহেদা খাতুন যথাক্রমে একই গ্রামের আলা মীরের কন্যা ও ইয়ার ফকিরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,গরমের কারণে আনুমানিক রাত ৮ টার দিকে তাঁরা তিনজন রেললাইনের উপর বসে হাওয়া খাচ্ছিলেন। এমতাবস্থায় অপ্রত্যাশিত ভাবে উল্টো লাইনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি হালসা থেকে পোড়াদহ অভিমুখে যাওয়ার সময় তাঁদের উপর আঘাত করে চলে যায়। এতে একজন নিহত এবং দু’জন আহত হয়।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Posted ১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor