শামীম আশরাফ
মিরপুরে আইনশৃঙ্খলার অবনতি, ছিনতাইকারীর কবলে সাংবাদিক ডাবলু
কুষ্টিয়ার মিরপুর উপজেলার মধ্যে পোড়াদহ থেকে মিরপুর জিয়ারোডের দিকে যেতে ফুলবাড়িয়া ইউপির মধ্যে কামিরহাট বাজার সংলগ্ন মেইন রাস্তায় ছিনতাইকারীর কবলে পড়েন সাংবাদিক জীবন মাহমুদ ডাবলু। আজ সন্ধ্যার পর পর এমন ঘটনা ঘটে। জানা যায় জীবন মাহমুদ ডাবলু তার বোন ও মেয়ে সাথে করে পোড়াদহ বাজার থেকে মিরপুরের দিকে আসতে থাকে, ঠিক পেছন থেকে কামিরহাটের মধ্যে এসে ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে জীবন মাহমুদ ডাবলুর বোনের কাছ থেকে দুটি ব্যাগ ছিনতাই করে চলে যাচ্ছিল, তখন সাংবাদিক জীবন মাহমুদ ডাবলু তাদের ধরার জন্য পিছু নিলে কিছুদূর যেতে না যেতেই ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পড়ে যায় এবং তাদের শরীরে বেশ আঘাত প্রাপ্ত হয়, এক পর্যায় জীবন মাহমুদ ডাবলুর সাথে হাতাহাতি হয়, এবং ডাবলু কে ধাক্কা মেরে, তাদের ছিনতাইকৃত ব্যাগ দুটি ফেলে দিয়ে অস্ত্র দেখিয়ে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়, পরবর্তীতে জীবন মাহমুদ ডাবলু মিরপুর থানা অফিসার ইনচার্জ কে বিষয়টি জানালে, অফিসার ইনচার্জ তাৎক্ষণিক ঘটনা স্হলের বিটের দায়িত্বরত পুলিশ অফিসার কে পাঠাই, ঘটনাস্হলে পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে থানায় চলে যায়,মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে সাংবাদিক জীবন মাহমুদ ডাবলুকে আস্হোস্থ করেন।
Posted ৫:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৪ এপ্রিল ২০২২
protidinerkushtia.com | editor