মিরপুরে উপজেলায় গোডাউন নির্মানের কাজ করতে গেলে মোটা অংকের চাঁদা দাবী করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পিতা মোঃ রুহুল আমিন।
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি হাজী মোঃ বাছতুল্লাহ মালিথা (৫৫), পিতা মৃতঃ হাজী খবির উদ্দিন মালিথা, কচুয়াদহ, থানা-মিরপুর জেলা-কুষ্টিয়া , এ/পি-সাং-মিরপুর ৬নং ওয়ার্ড আদর্শপাড়া, থানা-মিরপুর,জেলা-কুষ্টিয়া থানায় আসিয়া আসামি ১। মোঃ রুহুল আমিন(৬০), পিতা-মৃতঃ মজিবার, ২। মোঃ আকমল (৪৫), পিতা-মোঃ আজগর আলী, ৩। মোঃ পাঞ্জাব আলী (৫২), পিতা-মৃতঃ পরশ, ৪। মোঃ সুমন (২৮), পিতা-মোঃ আবু বক্কর, ৫। মোঃ ফজলু(৩৮), পিতা-মৃতঃ মক্কেল, ৬। মোঃ সিরাজুল (৪৫) পিতা-মৃতঃ তোফাজ্জেল, সর্বসাং-কচুয়াদহ, ৭। মোঃ মুস্তাক(৩৫), পিতা-মোঃ মুরাদ আলী, সাং- পাহাড়পুর, সর্বথানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি আমার গ্রামের বাড়িতে কচুয়াদহ বাজারের রোড সিমেন্ট রাখার জন্য গোডাউন নির্মাণ করিতেছে। এক সপ্তাহ পূর্বে ৫ নম্বর আসামি তার মোবাইল নং- ০১৭২৩৭৩৯৩৬০ হইতে আমার মোবাইল নং- ০১৭১৮০০৮৭০৫ তে ফোন করিয়া ১,৫০,০০০/- টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় উক্ত আসামি গন গোডাউন নির্মাণ কাজ বন্ধ করিয়া দেয়। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমি পুনরায় কাজ শুরু করি। ইং-০৩/১২/২০২১ তারিখ বেলা অনুমান ০৩.০০ ঘটিকার সময় আমি আমার গ্রামের বাড়িতে গেলে উক্ত আসামি গন কচুয়াদহ বাজারে আমাকে পাইয়া আমার নিকট ২,৫০,০০০/- টাকা দাবি করে। আমি কোন টাকা দিব না বলাই আসামীগণ আমার প্রতি উত্তেজিত হইয়া লাঠিসোটা দিয়ে মারার জন্য উদ্যত হইলে আমি আত্মচিৎকার করিলে পাশে থাকা সাক্ষী ১। মোঃ আব্দুর রশিদ মালিথা, পিতা-মৃত মোনছের মালিথা, ২। মোঃ মমিন, পিতা- হাজী বাছতুল্লাহ, ৩। মোঃ আলামিন, পিতা-মোঃ দলিল উদ্দিন, সর্বসাং-কচুয়াদহ, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াসহ আরো অনেকে আগাইয়া আসিয়া ঠেকাইয়া দিলে আসামীগণ হুমকি দিয়ে চলিয়া যায়।
Posted ২:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor