সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সর্বস্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী
কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, সততা ও নিষ্ঠার সাথে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে। তিনি সকলকে দূর্নীতিমুক্ত থেকে সরকারি সুফল জনগণের দোড়গোরায় পৌঁছে দিতে উদ্যাত্ব আহ্বান জানান। জেলার উন্নয়নে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, মিরপুর পৌরসভার মেয়র হাজী মোঃ এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহামেদ সাদাদ।বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ আহসানুল হক খান চন্দন চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নজ খন্দকার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শামসুল হুদা, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, নওদাআজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। এ সময়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor