সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়া মিরপুর উপজেলায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে বিবাহিত ব্যাচেলরের সংগঠন।
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সাধারণ পথচারীদের মাঝে বিনামূল্যে দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বুধবার মিরপুর উপজেলা রেজিস্ট্রার অফিস ও পথচারীদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিবাহিত ব্যাচেলর সংগঠনের অন্যতম সদস্য লিংকন বিশ্বাস। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ রকিবুল হাসান, সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন মাহমুদ সহ অনেকেই।
ইউএনও লিংকন বিশ্বাস বলেন হঠাৎ করে বিশ্বে আবার করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে, করোনা রোগী বৃদ্ধি পেয়ে এখন দেশে হাসপাতালে শয্যার সংকট সৃষ্টি হচ্ছে আর তাই আমাদের সবাইকে আবারও জোরালোভাবে করোনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
এ সময় পথচারীরা সংগঠনের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষের মাঝে এখন মাস্ক পরার অভ্যাস অনেকটা কমে গেছে। যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে।’
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন আমরা নিয়মিত মাস্ক বিতরণ অব্যাহত সহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor