কুষ্টিয়ার মিরপুরে আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ হয়।
বৃক্ষরোপণ শেষে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসলাম আরেফিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তার জন্মদিন উপলক্ষে সারাদেশে ছাত্রলীগের প্রতিটি ইউনিটেই এ বৃক্ষরোপণ কর্মসূচি নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আদর্শকে বাস্তবায়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা তার জন্মদিনে শুভেচ্ছা জানাই এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।