সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৯(১)গ ভাগের ৩৬(১) সারুনির ২১ ধারা মোতাবেক তাজুল ইসলাম (৪২) নামের এক মাদক সেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ্য মাদকসেবী তাজুল ইসলাম খান উপজেলার বহলবাড়ি ইউনিয়নের কবিরাজ পাড়া গ্রামের আলতাব হোসেন খানের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে বহলবাড়ীয়া সেন্টার এলাকা থেকে গাঁজা সেবন রত অবস্থায় আটক করে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন মিরপুর থানা পুলিশের এসআই মাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স। লিংকন বিশ্বাস বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে এবং সকল মাদকসেবীকে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহ্বান জানান।
Posted ৬:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor