কুষ্টিয়ার মিরপুরে দ্বিতীয় দিনেও ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।শুক্রবার সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক ও পাড়া মহল্লার গলিপথেও টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা। অন্যান্য দিন সাপ্তাহিক কাঁচাবাজারে মানুষের ভিড় থাকলেও আজ সকালে তা লক্ষ্য করা যায়নি। এখন পর্যন্ত উপজেলা এলাকা প্রায় ফাঁকাই রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন,এই উপজেলায় জরুরী সেবাসমূহ চালু রয়েছে আগের মতোই। এর মধ্যে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবার পরিবহনের যানবাহনগুলো স্বাভাবিক নিয়মেই চলাচল করছে।
যারা জরুরি প্রয়োজনে ওষুধের প্রেসক্রিপশন হাতে নিয়ে বাইরে বের হচ্ছেন তাদেরও আইন-শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি পড়তে হচ্ছে। পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি উপজেলায় সেনাবাহিনীর ১প্লাটুন টিম টহল দিচ্ছে।
অন্যদিকে বিজিবির সদস্যরাও মাঠ পর্যায়ে ‘লকডাউন’ কার্যকরের দায়িত্ব পালন করছে। সর্বাত্মক লকডাউন শুরুর দ্বিতীয় দিনেও তাই উপজেলা জুড়েই কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া মাঠ পর্যায়ে রয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও।
(ইউএনও) আরও জানান,সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক ‘বিধিনিষেধ’ বা ‘লকডাউন’ বাস্তবায়ন করা হচ্ছে। তাই কঠোর বিধিনিষেধের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া তিনি সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
protidinerkushtia.com | editor