সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
আজ (১২ আগষ্ট) করোনা সংক্রমন মোকাবেলায় “নো মাস্ক, নো সার্ভিস ” নিতীতে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস আজ আকস্মিক অভিযান চালিয়ে কয়েকজন সেবাপ্রার্থীর সেবা স্থগিত করেছেন।
আজ বেলা ১২ টার দিকে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখকদের কাছে আগত সেবা প্রার্থীদের মাঝে ঘুরে ঘুরে যাদের মাস্ক নাই তাদের সমুদয় কাগজপত্রসহ ফেরত পাঠিয়ে দেন এবং পরবর্তী কর্মদিবসে স্বাস্থ্যবিধি মেনে হাজির হওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য গতকাল থেকে মাস্ক ব্যাবহারের উপর উপজেলা প্রশাসনের পক্ষে পৌর এলাকা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং করা হচ্ছে।
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor