সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়া মিরপুরে ২৩ আগষ্ট দুপুরে সরকারি নির্দেশনা মোতাবেক সকলকে মাস্ক পরা বাধ্যতামূলক নিশ্চিত করতে মিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানায় ১৫ জনকে ৮,৩০০ (আট হাজার তিনশত) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস বিকেলে উপজেলার বহালবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এই অর্থদন্ড আরোপ করেন।
ঈদের পর থেকেই মিরপুর উপজেলায় অতিমাত্রায় করোনা রোগীর শনাক্ত দেখা দিয়েছে। সুশীল সমাজের মতামত যদি এখন থেকেই মিরপুর বাসী সচেতন না হয় তাহলে এই উপজেলায় ব্যাপক হারে করোনী রোগী শনাক্ত হবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস বলেন, আপনার পরিবারের সুস্থ থাকা অত্যান্ত জরুরী। সুস্থ্য থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাহিরে গেলে মাস্ক ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন।
উল্লেখ্য, এপর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২৪৭৩ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮০২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৫২ জন।
Posted ১:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor