সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
আজ (১৮ আগষ্ট) কুষ্টিয়া মিরপুর স্বাস্থ্য বিধি না মানায় এবং প্রাইভেট কোচিং করানোর দায়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলাতে দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস আজ বিকেলে এই দন্ড প্রদান করেন। সরকারি আদেশ অমান্য, স্বাস্থ্য বিধি উপেক্ষা করে সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক যথাযথভাবে ব্যবহার না করায় ১৩ জনকে ৩৪০০ টাকা এবং প্রাইভেট কোচিং করানোর জন্য একজন শিক্ষককে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ১৪ জনকে ৮,৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিংকন বিশ্বাস বলেন, স্বাস্থ্য বিধি না মানলে প্রত্যেক ব্যক্তি, প্রতিষ্ঠানকে জেল, জরিমানা গুনতে হবে। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশকের ব্যবস্থা করতে হবে। সরকার নির্ধারিত সময়ে দোকান বন্ধ করতে হবে। আমরা এখন থেকে রাত-দিন নিয়মিত অভিযান পরিচালনা করবো।
Posted ২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor