সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগষ্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ শুক্রবার বিকেল ৪ টায় উপজেলা দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলা মামলা দ্রুত নিস্পত্তি ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সংসদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড. আব্দুল হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ কামারুল আরেফিন, উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি, হাজ্বী এনামুল হক মালিথা, সভাপতি পৌর আওয়ামী লীগ, মোঃ মুসফিকুর রহমান তাহা সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দার, আব্দুল হালিম বিশ্বাস সাধারণ সম্পাদক, বিএম জুবায়ের রিগান সাবেক প্রচার সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
বক্তারা দ্রুত গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।
এরপর ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন সোহেল রানা।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor