খালিদ হাসান রিংকু
মিরপুরে ৩০টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের ৩০টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠানে তাদের হাতে চাবি তুলে দেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাদের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন।
বিশেষ অতিথি ছিলেন, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশীদ, মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, ধুবইল ইউনিয়ন পরিষদ সচিব মোস্তাফিজুর রহমান, ৪ নং ওয়ার্ড মেম্বর মছের আলী প্রমূখ।
মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন দরিদ্র মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মান করা হয়। সঠিক ভাবে যাচাই বাছাই শেষে প্রকৃত ভূমিহীনদের মাঝে নতুন ঘর বুঝিয়ে দেওয়া হয়।
এসময় মিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রকল্পের ঘরগুলো ঘুরে দেখেন এবং সেখানে থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন।
এছাড়াও তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশজুড়ে গৃহহীন মানুষদের দেওয়া উপহারের প্রতিটি ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেগ জড়িয়ে আছে। তিনি গ্রামের মানুষদের ভালোবাসেন, তাদের সুখ-দুঃখ বোঝেন। দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না। সে লক্ষ্যে হাসি ফুটেছে ভূমিহীনদের মূখে।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
protidinerkushtia.com | editor