সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে আজ বুধবার (১০ মার্চ) সকালে জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই এবাদ আলীর মোল্লার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৬শ’ পিচ ইয়াবাসহ মিনি@আয়েশা আক্তার (৪৫) নামের এক মাদক সাম্রাজ্ঞি আটক হয়েছে।
আটক মিনি চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর ষ্টেশনপাড়ার আলাউদ্দিনের স্ত্রী।
এ সময়ে তার দেহ তল্লাশী করে ৬শ’ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১৫ হাজার টাকা উদ্ধার করেছে বলে দাবী করে পুলিশ।
মিনির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং ৬।
মিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | বুধবার, ১০ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor