সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আজ মহান জাতীয় শোক দিবস। সারা দেশের ন্যায় ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হান্নানের পরিচালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । মাজিহাট , কুন্টিয়ারচর , কুর্শা , ইসামারী সহ কুর্শা ইউনিয়নের প্রায় সকল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকল স্থানে উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
সকল মসজিদের খতিবরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের মাগফেরাত কামনা করেন। এবং বঙ্গবন্ধুর রেখে যাওয়া সোনার বাংলা ও তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার মঙ্গল কামনা করেন।
বাংলাদেশ যেন সোনার বাংলায় রুপ নেয় এবং দেশকে শত্রু থেকে মোকাবেলা করে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা যেন অব্যাহত থাকে এই দোয়া করেন। এবং দেশকে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে সকল স্থানে তবারক দেওয়া হয়।”
সন্ধ্যায় কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সেখানে এক বক্তৃতায় কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান বলেন, “বঙ্গবন্ধুকে হত্যা করে তার নাম বাংলাদেশ থেকে মুছে ফেলে সম্ভব না। কারণ বঙ্গবন্ধুই বাংলাদেশ। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন পূরণ করতে পারব ইনশাল্লাহ।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের জান্নাত দান করুন আমীন।”
যুবলীগ নেতা নুরুজ্জামান পলাশ বলেন, ” বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আমরা ১০০ বছর পিছিয়ে গিয়েছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে দেশরত্ন শেখ হাসিনা ও মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে দেশকে ও ইউনিয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
কুর্শা ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অভি বলেন, ” বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের মাগফেরাত কামনা করছি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে।”
বঙ্গবন্ধু শোক নয় শক্তি। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি। যতদিন এই বাংলা বরে ততদিন বঙ্গবন্ধু বাঙালির মনে থেকে যাবে।
Posted ৩:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor