সুমন মাহামুদ
কুষ্টিয়া মিরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদকসেবী দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস মঙ্গলবার এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মিরপুরের উপজেলার মালিহাদ ইউনিয়নের রাজনগর গ্রামের জুয়েল (২১) ও ওয়াসিম (২৪)
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর থানার এসআই আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রাজনগর গ্রাম এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় জুয়েল ও ওয়াসিমকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ কারাদণ্ডাদেশ দেন বিচারক।
Posted ৫:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)