সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
আজ কুষ্টিয়া মিরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদকসেবী দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস মঙ্গলবার এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তি হলেন, মিরপুরের উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের মালিহাদ গ্রামের মুনছুর প্রামাণিক এর ছেলে বাবুল ফকির (২৪) মেহেরপুর জেলার প্রাগপুর গ্রামে মোঃ আলি বিশ্বাস এর ছেলে লিটন বিশ্বাস (৬২)।
এর আগে মঙ্গলবার রাতে মিরপুর থানার এসআই মেহেদী এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আমবাড়ি ইউনিয়ন মালিহাদ গ্রাম এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় দুজন কে আটক করা হয়।ভ্রাম্যমাণ চলাকালীন সময় এ কারাদণ্ডাদেশ দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor