সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
আজ (২৮আগষ্ট) শুক্রবার কুষ্টিয়া মিরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদকসেবী এক যুবককে বিশ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস শুক্রবার এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তি হলেন, মিরপুরের উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজার পাড়ার মোঃ কুদ্দুস সর্দার এর ছেলে মোঃ লিটন সর্দার (৩৭)।
এর আগে শুক্রবার মিরপুর থানার এসআই মেহেদী ও এএসআই তাহের এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বারুইপাড়া ইউনিয়ন মশান বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় একজনকে আটক করা হয়।ভ্রাম্যমাণ চলাকালীন সময় এ কারাদণ্ডাদেশ দেন বিচারক লিংকন বিশ্বাস।
Posted ৭:২০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor