সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদে তার নিজ কার্যালয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি কাঞ্চন কুমার হালদার, সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার, অর্থ-সম্পাদক ক্বারী অধ্যাপক আব্দুস সালাম, সাংবাদিক সুমন মাহমুদ, আশরাফুল আলম হীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেক কাটার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রকিবুল হাসান, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী এনামুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরুল ইসলাম নান্নু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফরিদ উদ্দিন, হিসাব রক্ষন কর্মকর্তা শামসুল হুদা, সোনালী ব্যাংক মিরপুর শাখার ব্যবস্থাপক শাহিন উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক, একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। জন্মদিন উপলক্ষে সকালে তিনি সুলতানপুর মহল্লায় একটি মক্তব ঘরের উদ্বোধন করেন।
Posted ২:৩১ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor