সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দিনব্যাপি আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল ৩ টায় মিরপুর থানা চত্বরে পবিত্র কোনআন পাঠ, পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পুলিশ কনস্টেবল জহুরা খাতুনের সঞ্চলনা করেন, পরবর্তীতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন, মিরপুর উপজেলা নির্বাহি অফিসার লিংকন বিশ্বাস এবং উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম, থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, মিরপুর পৌর মেয়র হাজী এনামুল হক।পর্যায়ক্রমে জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ পরিবেশন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) রমেচ চন্দ্র ঘোষ। এবং উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিরপুর থানা ইন্সেপেক্টর তদন্ত শুভ্র প্রকাশ দাসের নেতৃত্বে এ অনুষ্টান পরিচালনা করেন এসআই প্রশাস্ত কুমার সাহা সহ সকল অফিসার ও ফোর্সবৃন্দ। অনুষ্টানের মধ্যে বাংলাদেশ এশিয়ান বিস্ময়কর ডিজিটাল লিডারের বঙ্গানুবাদ পাঠ, ২০০৯ সাল হতে বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের বিষয় ভিডিও চিত্র প্রদর্শন, ৭ ই মার্চের তৎপর্য বিষয়ক আলোচনা, বাংলাদেশের সল্পোন্নত দেশের তালিকা হতে বের হয়ে-উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন বিষয়ক ভিডিও ক্লিপ প্রচার এবং নাস্তা বিতরণ করা হয়।
Posted ৫:৫৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor