সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
মিরপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা’র সচেতনতা মূলক পোস্ট
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
জীবনে চলার পথে হোঁছট খেতে খেতে, বাঁধার পাহাড় ডিঙ্গাতে ডিঙ্গাতে ক্লান্ত আমরা সবাই…
আমরা সবাই জানি করোনার দ্বিতীয় ঢেউ আবার নতুনভাবে শুরু হয়েছে আবার চলতে হবে বন্ধুর পথে, এই দ্বিতীয় ঢেউ সুন্দরভাবে মোকাবেলা করতে হবে আমাদের…
এই মুহূর্তে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় আমাদের লক্ষ্য রাখতে হবে যে:
১) মাস্ক ব্যতীত কোন ব্যক্তি বাহিরে বের হবেন না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবেন।
২) বিনোদনমূলক স্থান যেখানে জনসমাগম হয়, সেগুলি ভ্রমণ করা থেকে বিরত থাকবেন।
৩) মাস্ক ব্যতীত দোকানদার কোন অবস্থাতেই কোন জিনিসপত্র বিক্রি করবেন না।
৪) ওষুধ বিক্রেতারা কোন অবস্থাতেই কখনই অতিরিক্ত দাম নিবেন না।
৫) করোনা আক্রান্ত সাধারণ রোগী ( গুরুতর/ ক্রিটিকাল অবস্থায় নয়) বাসায় বসে টেলিমেডিসিন এর মাধ্যমে ডাক্তারের নিকট হইতে চিকিৎসা সেবা নিতে পারবেন ।
কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে ,করোনা রোগী নিজ বাসায় আইসোলেটেড হয়ে চিকিৎসা নিয়ে অনেক দ্রুত সুস্থ হয়ে গিয়েছে।
চিকিৎসা নেওয়ার একপর্যায়ে সমস্যা বিবেচনায় ডাক্তারের পরামর্শে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন।
৬) সঠিকভাবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধুতে হবে।
৭) করোনা আক্রান্ত ব্যক্তিকে মানসিকভাবে ভাবে সাহায্য করতে হবে , কোনভাবেই কোন করোনা আক্রান্ত ব্যক্তি যেন নিগৃহীত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সবাইকে।
৮) তদুপরি কোন করোনা রোগী যদি সঠিক ভাবে সাহায্য না পায় তাহলে অবশ্যই নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করিবেন, আমি কথা দিচ্ছি আমার পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব আমি আপনাদের জন্য করবো।
ইংরেজিতে একটি প্রবাদ আছে ” A pale cobbler is better than a sick king.” অর্থাৎ একজন রুগ্ন রাজার চেয়ে একজন কদাকার মুচি অনেক ভালো।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশের মানুষের ইমিউনিটি সিস্টেম অনেকটা স্ট্রং যার কারণে করোনার প্রথম ধাপ অনেক ভালোভাবে মোকাবেলা করতে আমরা সক্ষম হয়েছি কিন্তু তাই বলে আমাদের সামান্য অসচেতনতার কারণে দ্বিতীয় ধাপঃ মোকাবেলায় যেন কোনো গাফিলতি আমরা না করি। সকলেই ভাল থাকুন, সুস্থ্য থাকুন।
সার্বিক প্রয়োজনে:
গোলাম মোস্তফা
অফিসার ইনচার্জ
মিরপুর থানা, কুষ্টিয়া।
মোবা: 01320147279
Posted ৭:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২০ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor