সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
গতকাল ২০ আগষ্ট বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামীকে আটক করেছেন। থানার ইন্সপেক্টর (তদন্ত) সঞ্জয় কুমার কুণ্ডু আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃত ওয়ারেন্টভুক্ত ৪ আসামী হলোঃ উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের সিআর ২০৯/১৮ মামলার আসামী আমিরুল ইসলামের ছেলে ইমরুল ইসলাম।ধুবইল ইউনিয়নের আজমতপুর গ্রামের রাহানের ছেলে জিআর ১৫৯/২০ মামলার আসামী আব্দুল্লাহ (৩০)।
আমলা ইউপির বুরাপাড়া গ্রামের ক্ষেদ আলী মণ্ডলের ছেলে জিআর ০৫/২০ মামলার আসামী ইনতাদুল (৫০) ও ধুবইল ইউনিয়নের ধুবইল গ্রামের ফুলবাসের ছেলে জিআর ১৫৯/২০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ইসলাম (৩২)।
গ্রেফতার অভিযানে ছিলেন, থানার সেকেণ্ড অফিসার এসআই পার্থ শেখর ঘোষ, এস আই মুন্সি মাফিজুর রহমান,এসআই আতিকুর রহমান ও এস আই প্রশান্ত কুমার সাহা।
Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor