সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আজমপুর গ্রামে মিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সস্ত্রীক আটক, মিরপুর থানার সেকেন্ড অফিসার এবাদ আলী মোল্লার নেতৃত্বে এএসআই মেহেদী হাসান ও এএসআই ইলিয়াস হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও ফাতেমা খাতুন (১৯) ৩০ পিস ইয়াবাসহ আটক হয়। সূত্র মতে জানা যায় তারা উভয়েই দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত শুভ্র প্রকাশ।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
protidinerkushtia.com | editor