মিরপুরের ব্র্যাক অফিসের সামনে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল চালক লিটন আলী (৩২) নামের একজন গুরুত্বর আহত। লিটন দুর্ঘটনাস্থলের পাশের ফলবাড়ীয়া ইউপির কৃষ্ণপুর গ্রামের ফজলু প্রামাণীকের ছেলে।
আজ মঙ্গলবার (১ডিসেম্বর) সন্ধা সোয়া ৫ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ্য ব্র্যাক অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। এ সময় লিটন বাড়ীতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মেহেরপুর অভিমুখী ট্রাকের সাথে সংঘর্ষ হয় বলে জানা যায়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত গুরুত্বর লিটনকে কুস্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
লিটন সিঙ্গাপুর ও দুবাই প্রবাস জীবণ কাটিয়ে করোনাকালে দেশে ফিরে আবার দুবাই যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
Posted ১২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor