কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও মিরপুর পৌরসভার সাবেক মেয়র সাইফুল হক খাঁন ফারুক চৌধুরীর জানাযা সম্পন্ন হয়েছে। মিরপুর ফুটবল মাঠে বৃহস্পতিবার বাদ আছর এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব ফারুক চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করে বক্তব্য দেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, মিরপুর পৌরসভার মেয়র হাজী এনামুল হক, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ ও মীর আব্দুল করিম কলেজের অধ্যক্ষ আহসানুল হক খাঁন চন্দন চৌধুরী।
এসময় ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. তৌহিদুল আলম মালিথা, মিরপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল হক, সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারন সম্পাদক রহমত আলী রব্বান, মিরপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহাম্মদ শরিফ, সাধারন সম্পাদক আহাম্মদ আলী, ব্যাংকার ও কলামিষ্ট হাসান টুটুল, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এসময় রাজনৈতিক সংগঠন, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার হাজারও মানুষ উপস্থিত ছিলেন। পরে চৌধুরীদের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
Posted ৪:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor