সুমন মাহামুদ
নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে কুষ্টিয়া মিরপুর পৌরসভায়। ইতিমধ্যে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ নিজ নিজ পরিচয় তুলে ধরে পৌরসভার বিভিন্ন রাস্তার মোড়ে, অফিস-আদালতের সামনে, চায়ের দোকানে এবং হাট-বাজারে ব্যানার, পোষ্টার, ফেসটুন, বিলবোর্ড এবং স্টিকার লাগিয়ে দিয়েছেন।
পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে নৌকার কান্ডারি হতে চান বাংলাদেশ আওয়ামী লীগের মিরপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ত্যাগী নেতা ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দার।
তিনি বাংলাদেশ ছাত্রলীগের ২০০২-২০০৪ সাল পযর্ন্ত দায়িত্ব পালন করেন, এবং ২০০৫ সালে পৌর যুবলীগের সভাপতি, ২০১১ সালে পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পযর্ন্ত পৌর আওয়ামী লীগের সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পৌর নতুন বাজার, নিম্ন মাধ্যমিক স্কুল ও সুলতানপুর গোরস্থানের সভাপতি হিসেবে অনেক দিন যাবৎ দায়িত্ব পালন করে আসছেন।
তার শিক্ষাগত যোগ্যতা বি.এস.এস (পাশ) ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দার জানান, তিনি দীর্ঘদিন থেকে সুস্থ ধারার রাজনীতি করে আসছেন, ২০০৬ সালে ২৮ অক্টোবরে চার দলের ঐক্যজোটের নির্যাতনে ঘরবাড়ি অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়, সেই সাথে একটি মূল্যবান চোখ চিরতরে হারায় ।
আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার প্রত্যাশা করছেন ফেরদৌস ওয়াহেদ জোয়ার্দ্দার তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মেয়র পদে নির্বাচনের সুযোগ করে দেন, তাহলে আমি মিরপুর পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে উপহার দিব।”
Posted ২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ৩০ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)