শুক্রবার | ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের বাড়ি প্রদান।

মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের বাড়ি প্রদান।

মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের বাড়ি প্রদান অনুষ্ঠানে মৃণাল কান্তি দে ভেড়ামারায় অনুপস্থিত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হ‌বে।


আজ শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের বাড়ি প্রদান অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ডিডিএলজি) মৃণাল কান্তি দে। তিনি অনুপস্থিত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এনিয়ে ভেড়ামারা উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে ১০০ জন গৃহহীনদের মধ্যে বাড়ি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ডিডি এলজি) মৃণাল কান্তি দে। বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, নব নির্বাচিত মেয়র আনোয়ারুল কবীর টুটুল, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এস এম আনছার আলী প্রমুখ। সর্বশেষ ১০০ জন গৃহহীনদের কে বাড়ির কাগজ পত্র, কম্বল ও শাড়ী প্রদান করেন।

 


Facebook Comments Box


Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!