সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
মুজিব বর্ষ উপলক্ষে মিরপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে কুষ্টিয়া মিরপুর উপজেলার সব ইউনিয়নে মোট ২০৩২৫ টি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আজ সোমবার সকালে কুষ্টিয়া মিরপুর সামাজিক বন বিভাগ মিরপুর অফিসের উদ্যোগে কাঁঠাল, পেয়ারা, লেবু, জলপাই, আমলকী, অর্জন, বেদানা, ১২০০ টি চারা প্রতিটি ইউনিয়নে বিতরণ করা হয়।
বৃক্ষ রোপণ এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামারুল আরেফিন, এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা বন বিভাগ কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার রাজিবুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সবার মাঝে বিতরণ করেন।
Posted ২:৪৫ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor