মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ প্রকার একশটি বৃক্ষ রোপণ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চার দিনব্যাপী চলমান এ বৃক্ষরোপণ কর্মসূচিতে পররাষ্ট্র ভবন প্রাঙ্গণ, ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধা, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা ও যমুনা প্রাঙ্গণে বনজ, ফলদ, ওষুধি ও শোভাবর্ধনকারী এসব গাছের চারা রোপণ করা হয়।
উল্লেখ্য, গত ২৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।
Posted ১:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
protidinerkushtia.com | faroque