মোঃ রুমন বিশ্বাস
গ্রামবাংলার জনপ্রিয়তার শীর্ষে ফুটবল। ফুটবল খেলা সকল শ্রেণীর মানুষের প্রিয় খেলা। খেলাটি দেখতে ভীড় করে শিশু থেকে বৃদ্ধ সকল ধরনের শ্রেণীপেশার মানুষ।
আজ ১৩ই ডিসেম্বর, বিকেল ৩:৫০ মিনিটে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কামালপুরে মুজিব শতবর্ষ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্ধাধন করেন কুষ্টিয়া দৌলতপুর-১ আসনের সংসদ সদস্য গন মানুষের নেতা আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ্(এমবি) এবং এ্যাড.এজাজ আহমেদ মামুন চেয়ারম্যান, উপজেলা পরিষদ,দৌলতপুর কুষ্টিয়া।এই খেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন জনাব আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ সংসদ সদস্য কুষ্টিয়া-১, দৌলতপুর কুষ্টিয়া। বিশেষ অতিথিঃ জনাব এ্যাড.এজাজ আহমেদ মামুন চেয়ারম্যান,উপজেলা পরিষদ,দৌলতপুর কুষ্টিয়া।
আরও উপস্থিত ছিলেন ১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুর বিশ্বাস
আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ আনসারী বিপ্লব বিল বোয়ালিয়ার চেয়ারম্যান মহির উদ্দিন বিশ্বাস মহিলা ভাইস চেয়ারম্যান সোনালি খাতুন আলেয়া ১৩ নং খলিসাকুন্ড ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ মহিদুল ইসলাম
আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধারা ও অনেক নেতা বৃন্দুরা।
হোসেনাবাদ একাদশ বনাব বড়ুয়াপাড়া একাদশ
বড়ুয়াপাড়া একাদশ ০২ এবং হোসেনাবাদ একাদশ ০১ গোলে পরাজিত করে।কামালপুর মাঠের প্রবেশ পথ না থাকার জন্য থমকে ছিল ফুটবল টুর্নামেন্ট। দীর্ঘদিন পরে গ্রামের মানুষের সাহায্য গড়ে ওঠে মাঠে যাবার নতুন প্রবেশ পথ।
উক্ত টুর্নামেন্টটি আয়োজন করতে পেরে অনেক খুশি গ্রামের ফুটবল প্রিয় মানুষেরা।কামালপুর গ্রামের সকল মানুষের সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন। গ্রামের মানুষের আশা টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে শেষ হবে। এবং উক্ত টুর্নামেন্ট থেকে আর্দশবান ফুটবলারদের খেলা তারা উপভোগ করতে পারবেন।
Posted ২:০১ অপরাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | editor