সুমন মাহমুদ, মিরপুর প্রতিনিধি।
আজ ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে সুলতানপুরে পারিবারিক কলহের জেরে ডলি আক্তার সান্তনা (২৫) নামে মহিলা গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। মেয়ের মৃত্যুর দেখে বাবা মোস্তফা(৪৫) সঙ্গে সঙ্গেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত মোস্তফা সুলতানপুর গ্রামের মৃত্যু রওশন আলীর ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক। মৃত সান্তনার বিয়ে হয় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর গ্রামের মিঠুর সাথে। সেখানে পারিবারিক কলহের জেরে দীর্ঘ পাঁচ বছর বাবার বাড়িতে অবস্থান করছিল। মৃত সান্তনার ছয় বছরের একটি ছেলে রয়েছে। মৃত সান্তনার ছেলে সাঈদ হাসান (৬) সে সুলতানপুর হাজী আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।এলাকাবাসী বলছে, পারিবারিক কলহের জের ধরেই সান্তনা নামের মেয়েটি আজ দুপুরে আত্মহত্যা করেছে, আর এই খবর শুনে বাবা মেয়ের লাশ দেখে কষ্ট জমা রাখতে না পেরে মৃত্যুবরণ করেছেন।বাবা মেয়ের এমন মৃত্যুর খবরে মিরপুর উপজেলা ব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা শোনার পর পরই মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত )শুভ্র প্রকাশ দাসের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে মিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই প্রশান্ত কুমার সাহা ও এসআই মাফিজুর রহমান এর নেতৃত্বাধীন একটি দল।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor