কোন রকম সমঝোতা ছাড়াই শেষ হলো মেসি-বার্সেলোনা দুই পক্ষের বৈঠক। মেসিকে ছাড়তে চাননা ক্লাব প্রধান বার্তোমেউ। আর ন্যু ক্যাম্পে থাকতে চাননা মেসি। নিজেদের অবস্থানে অনড় থাকায় প্রথম পর্বে মেলেনি কোনো সমাধান।
বুধবার ন্যু ক্যাম্পে আলোচনায় ছিলেন মেসির বাবা জর্জ মেসি, ভাই রদ্রিগো এবং একজন আইনজীবী। আর কাতালান ক্লাবটির পক্ষে ছিলেন সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ ও কর্মকর্তা হাভিয়ে বোর্দাস। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী বৈঠকে দু’পক্ষই নিজেদের আগের অবস্থানে অনড় থাকায় কোন সিদ্ধান্ত ছড়াই শেষ হয়।
তবে বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম বলছে, সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও দু’পক্ষই মুখোমুখি বসে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। মেসির পক্ষ থেকে বলা হয়েছে, কাতালান ক্লাবে তার সময় শেষ। আর ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে মেসিকে এই মুহূর্তে ক্লাব ছাড়তে হলে বাই আউট ক্লজের পুরো ৭০ কোটি ইউরো দিতে হবে। তবে বৈঠকের পর দু’পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি এখনও। ধারণা করা হচ্ছে, দু’পক্ষ নিজ নিজ অবস্থানে আনড় থাকায় বিষয়টি আদালতে গড়াতে পারে।
Posted ৪:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor