রকিবুল ইসলাম, গাংনী প্রতিনিধি।
মেহেরপুরের গাংনীতে করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।এলজিএসপি-৩ এর আওতায় করোনা ভাইরাস প্রতিরোধে উপকরণ বিতরণ করে গাংনী উপজেলার ৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদ।উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন সোহেল আহমেদ (চেয়ারম্যান ৫নং মটমুড়া ইউনিয়ন পরিষদ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইকবাল হোসেন,ডি এফ (এলজিএসপি-৩) মেহেরপুর। এছাড়াও উপস্থিত ছিলেন ৫ নম্বর মটমুড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্যবৃন্দ।
৫ নম্বর মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব সোহেল আহমেদ জানান, উক্ত অনুষ্ঠানে প্রতি জনের জন্য সাবান,মাস্ক এবং ব্লিচিং পাউডার দিয়ে সর্বমোট ২০০ জনের মাঝে বিতরণ করা হয়। এসময় সকলকে করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। এবং প্রদত্ত সামগ্রীগুলো যথার্থ ব্যবহার করার জন্য বলা হয়।
৭ নং ওয়ার্ড মেম্বার শাহাবুদ্দিন জানান সকলের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ শেষে সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়।
Posted ৫:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)