গাংনী প্রতিনিধি
-মেহেরপুরের গাংনীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেয়া হয়। আজ মঙ্গলবার (১ই সেপ্টেম্বর) সকাল দশটার সময় ৭৪ মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের বাসভবনে উপজেলার ৪০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ খেলাধুলার সামগ্রী তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।গাংনী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃপারভেজ সাজ্জাদ রাজার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দানেছূর রহমান, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল, আর এম আই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, নবীন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামজিদুর রহমান মুক্তি সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)