রকিবুল ইসলাম (রকি)
মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলােচনা সভার আয়ােজন করা হয়।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার আয়ােজন করে উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আ’লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা এমএ খালেক।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক নারগিছ সুলতানা নির্জনার সঞ্চালনায়-
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,মেহেরপুর জেলা জেপির সভাপতি আব্দুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন,সুশাসনের জন্য নাগরিক (সুজন)এর গাংনী উপজেলা শাখার সভাপতি ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের (সাবেক) সহকারী অধ্যাপক আব্দুর রশীদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আয়ােজনে স্বাগত বক্তব্য রাখেন,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন।
Posted ১০:২০ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)