মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর গ্রামে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটে।
শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে সাত দিনের কঠোর লকডাউন উপেক্ষা করে যাত্রী বোঝাই অটোরিকশাটি গাংনী থেকে বামন্দিতে আসছিলো। এসময় উপজেলার অলিনগর গ্রামে যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে পুকুরের মধ্যে পড়ে যায়।
জানা গেছে, অটোরিকশাটি যাত্রিসহ গাংনী থেকে বামন্দি যাচ্ছিল এর মধ্যে অলিনগর গ্রামে অসাবধানবশত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা অটোরিকশাটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, অটোরিকশাতে চারজন যাত্রী ও চালক ছিল তবে দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয় ক্ষতি হয়নি।
Posted ১:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor