রকিবুল ইসলাম, গাংনী প্রতিনিধি।
মেহেরপুরের গাংনীতে স্পিড মনে করে বিষ খেয়ে এক গৃহবধূর মৃত্যু হয়।
মৃত গৃহবধূর নাম রত্না খাতুন(২০)। তিনি স্পিড(কোমল পানীয়) মনে করে ক্যাপাসিটর নামক(ঘাস মারা বিষ) বিশ ভুলবশত পান করে ফেলেন।আজ শনিবার নিজ বাড়িতে দুপুর সাড়ে ১২টায় মারা যায়।
মৃত রত্না খাতুন উপজেলার আকুবপুর গ্রামের সজিব আহমেদ এর স্ত্রী।
আকুবপুর গ্রামের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু জানান, আমি রত্নার মায়েদের মুখ থেকে শুনেছি রত্না মারা যাওয়ার আগে বলে গেছেন আমি ভুলক্রমে স্পিড মনে করে ঘাস মারা বিষ ফেলি।
মেয়ের বড় আব্বু সবুর আলী জানান,আমার জামাতা সকালে বিষ এনে মাঠে দেওয়ার জন্য রেখে যাই স্পিডের বোতলে করে।
।।বিষ এনে রেখে খাওয়া দাওয়া করে মিস্ত্রির কাজে গেলে,আমার মেয়ে পুকুর থেকে পাটকাঠি তুলে আনছিল। অসাবধানবশত গত বৃহস্পতিবার(২৭আগস্ট) স্পিড মনে করে বিষ খেয়ে ফেলে। এমত অবস্থায় তাকে আমরা কুষ্টিয়া মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে।সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী জেনারেল হাসপাতাল সেখানে অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে বাসায় নিয়ে চলে আসি। দুপুর ১২টা নাগাদ বাসায় পৌঁছালে সাড়ে ১২টার দিকে রত্নার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান এ বিষয়ে জানান, রত্নার স্বামী সজিব আহমেদ সবজি জমিতে বিষ দেওয়ার জন্য স্পিডের বোতলে করে বিষ নিয়ে আসে,রত্না বিষটি স্পিড মনে করে ভুলবশত খেয়ে ফেলে।তিনি আরো জানান রত্নার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Posted ৪:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)