রকিবুল ইসলাম, গাংনী প্রতিনিধি।
মেহেরপুর সদর উপজেলার খোকসা শেখ পাড়া গ্রামে পানিতে ডুবে মাহফুজ (৮) নামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাহফুজ সদর উপজেলার খোকসা গ্রামের ছোট খোকনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন মেহেরপুর সদর উপজেলা খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মাহফুজ দুপুরের দিকে খোকসার পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীতে মাছ ধরতে যায়। এ সময় সে কচুরিপানায় আটকে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়।
Posted ২:৩২ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor