রকিবুল ইসলাম, গাংনী প্রতিনিধি।
মেহেরপুরের ভৈরব নদীতে ডুবে কালু(৬)নামের এক মানসিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শেখপাড়া ভৈরব নদীতে ডুবে তার মৃত্যু হয়।
শহরের খাঁ পাড়া মজিদ হোসেনের ছেলে কালু মানসিক প্রতিবন্ধী ছিল।পারিবারিক সূত্রে জানা যায়, তার মায়ের সাথে পার্শ্ববর্তী শেখপাড়ায় এক মৃত ব্যক্তিকে দেখতে গেলে,কোন এক সময় কালু তার মায়ের চোখের আড়াল হয়। এ সময় নদীর পাড়ে খেলা করতে গিয়ে সে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | editor