বৃহস্পতিবার | ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

মেহেরপুরে দুই সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ভাংচুর

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে দুই সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ভাংচুর

মেহেরপুর প্রতিনিধি : ডিবিসি নিউজের মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার করন সহ দুজন সাংবাদিককের উপর হামলা মারধর ও ক্যামেরা ভাংচুর করেছে মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের সহ তার সহযোগিরা।


রবিবার সকাল ১১ টায় মেহেরপুর জেলা সমাজ সেবা অফিসে অনিয়মের অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের,কর্মচারী সাজ্জাদ হোসেন ও ড্রাইভার মিলন হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮/৯ জনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

ডিবিসি নিউজের মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার করন জানান, সরকারি গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার সহ হিজরা প্রশিক্ষণে ভাতা আত্মসাৎ ও নিজ অফিসের পাশে গোপন কক্ষে মনোরঞ্জনের ব্যবস্থার জন্য বেডরুম ব্যবহার করে আসছিল এমন অভিযোগের প্রেক্ষিতে ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন ও বিডি রয়টার্স ডটকমের প্রতিনিধি জাকির হোসেনকে সাথে নিয়ে সংবাদ সংগ্রহের জন্য মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের পৌছালে আকস্মিক ভাবে উপ-পরিচালক মোঃ আব্দুল কাদেরের নেতেৃত্বে তার সহযোগিরা হামলা চালিয়ে মারধর করার পর ক্যামেরা ও কডলেস মাইক্রোফোন ভেঙে দেয়। এরপর দুটি ম্যামোরি কার্ড ও নগত ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে তাদের।

পরে অন্যান্য সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। এদিকে সাংবাদিককে মারধরের ঘটনায় ফুঁসে উঠেছে মেহেরপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এ বিষয়ে কথা বলার জন্য মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদেরের ব্যবহৃত মোবাইল ফোনে কল দেয়া হলে বন্ধ পাওয়া যায়।


মেহেরপুর সদর থানার ওসি শাহ মো: দ্বারা জানান,দুজন সাংবাদিককে মারধর ক্যামেরা ভাংচুরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তীতে বিষয়টি উর্দ্ধর্ত্বন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box


Posted ৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২০

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

মোঃ শামীম আসরাফ, সম্পাদক ও প্রকাশক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

ঝাউদিয়া বাবলু বাজার, দৌলতপুর, কুষ্টিয়া ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮ ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!